ফ্ল্যাপে লেখা কিছু লেখা
নিষাদের বাবার কথা শেষ হওয়ার আগেই।নিষাদের মা স্পষ্ট গুনলেন- খলবল হাসির শব্দ। একজন না, কয়েকজন হাসছে। তিনি বলছেন, তুমি কি কোনো হাসির শব্দ শুনেছ?
নিষাদের বাবা বললেন, না তো।
আমি কিন্তু স্পষ্ট শুনেছি।
কারা হাসছে? এংগা, বেংগা , চেংগা?
নিষাদের মা বললেন, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব মজা পাচ্ছ ? মজা পাওয়ার মতো কিছু কি ঘটেছে ?
হ্যাঁ ঘটেছে। শুনতে চাও ?
চাই।
নিষাদের বাবা শোয়া থেকে উঠে বসলেন। মজা পাওয়ার মতো কী ঘটেছে তা মনে হয় বলবেন। তার আগেই নিষাদ ডাকল, মা শুনে যাও।
তাড়াতাড়ি এসো।
তিনি ছেলের পাশে এসে দাঁড়ালেন। নিষাদ বলল, মা দেখো এরা তোমার সব খাবার খেয়ে ফেলেছে। নিষাদের মা দেখলেন, টেবিলের নিচে রাখা থালা শূন্য। তিনি একবার থালার দিকে তাকাচ্ছেন, একবার ছেলের দিকে তাকাচ্ছেন।তাঁর কোনো হিসাবই মিলছে না।
Reviews
There are no reviews yet.