বইটির কয়েকটি দিক আমার বেশ নজর কেড়েছে এবং ভালোও লেগেছে। তার মধ্যে প্রথম হলো, লেখক বইটিতে যে যে পয়েন্ট তুলে ধরেছেন, তার প্রত্যেকটির সাথে তিনি অনেকগুলো উদাহরণ দিয়েছিলেন যেগুলো আমার কাছে অনেকটাই বাস্তবিক মনে হয়েছে। আর আসলে উদাহরণগুলোর সাথে আমি নিজেকে রিলেট করতে পারতেসিলাম। যার কারণে আমার কাছে পয়েন্টগুলো বেশ ভালোই লাগছিল। কিন্তু আমার সবচেয়ে বেশি যে পয়েন্টটা ভালো লেগেছে তা হলো, “বিজনেস করতে গেলে খাইতে হবে কনি”।কারণ এই পয়েন্টটাতে লেখক এক্কেবারে কড়া সত্য কথা নির্দেশনা হিসেবে দিয়েছেন যা আমাদেরকে আসলে কেউ সহজে বলতে চায় না। উল্টা আমরা বাস্তব জীবন কঠিন ভাবে শিখি। আমার কাছে ৫স ফর্মুলাটাও বেশ মজার মনে হয়েছে প্লাস কার্যকরীও বটে। বইটির আরেকটি বিশেষ দিক হলো, প্রত্যেক ৪ টা পয়েন্ট শেষে লেখক পাঠকের দিকে মানে আমার দিকে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন। আবার বইটির শেষে লেখক ব্যাটারির চার্জের সাথে প্রয়োগমূলক একটা কাজ দেন। আমার কাছে বেশ ভালোই লেগেছে, তবে এই দিকটি ছাত্রসমাজের জন্য বেশ উপকারী হবে। তো সবশেষে বলতে গেলে, বাস্তবমুখী কার্যকরী মোটিভেশনাল বই হিসেবে আমার কাছে বইটি অনেক ভালো লেগেছে।
Reviews
There are no reviews yet.