“ওয়েস্টার্ন অপরাজেয়” বইয়ের পিছনের কভারের লেখা:
বুনাে পশ্চিম! এ পশ্চিম রুক্ষ, নির্মম, নির্দয়। কারাে উপর দয়া বর্ষিত হয় যেখানে! যেখানে টিকে থাকার জন্য চাই দুর্দমনীয় ইচ্ছাশক্তি! এতকিছুর পরও সেই পশ্চিমই একসময় বাসযােগ্য হয়, সেই পশ্চিমই শেষমেষ পরাজিত হয় রক্তমাংসের মানুষের কাছে! হােক তারা ভালাে কী খারাপ, সেই মানুষেরা কোনও কিছুতেই হার মানেনি, পরাজিত করতে পারেনি ওদেরকে মৃত্যুও! ডক্টর জো ফ্রেইল, এমন একজন ডাক্তার যার হাত পিস্তল ও তাস দুটোতেই চালু। কিন্তু ওর উপর একটা অভিশাপ আছে। সে স্কাল ক্রীকের একজন সফল প্রসপেক্টর, কিন্তু ওর অতীতটা ছিল সম্পূর্ণ অন্যরকম। আছে রুন, কিশাের বয়সী পােড় খাওয়া এক ছেলে, যার স্বপ্ন বড় হয়ে সে আউটল হবে। কিন্তু ভাগ্য ওকে বানিয়ে দিয়েছে জো ফ্রেইলের ক্রীতদাস। আছে এলিজাবেথ আর্মিস্টেড, পুব থেকে আগত এক লেডি যে অদ্ভুত এক রােগে আক্রান্ত। যে রােগের চিকিৎসা বুনাে পশ্চিমের কোনও ডাক্তারই করতে পারবে না। আছে ফ্রেঞ্চি পঁত, মৃত্যু যার কাছে উৎসবের মত। আছে বৃদ্ধা মিসেস ফিশার, লােকজন যাকে গ্রিজলি ভালুকের চেয়েও বেশি ভয়পায়। আছে হিউ স্মাইলি, যে এক তরণকে ফাঁসিতে ঝােলাতে বদ্ধপরিকর। আছে অ্যাল র্যাঙ্কিন, এক প্লেবয় আউটল।। আছে অ্যান সাম্পটার, সম্পূর্ণ ভিন্ন ধাতুতে গড়া এক মেয়ে। আর আছে। বব লেক, যে ভালােবাসে অ্যানকে। যেই মেয়ের স্বামী একজন খুনের আসামী! পশ্চিমের অতি সাধারণ কিছু চরিত্র, কেউ ভালাে, কেউ খারাপ। আর এদের মধ্যে অনেকেই অপরাজেয়!
Reviews
There are no reviews yet.